
জীবনরেখা
১
থেমে গেছে পানসের স্রোত
নিলামে উঠেছে শুঁড়িখানা
চাবুকের মত ফোটে সেঁকোবিষ
দাম পায়নি চাঁদ-বণিকের সোনা
২
নিলামে উঠেছে শুঁড়িখানা
চাবুকের মত ফোটে সেঁকোবিষ
দাম পায়নি চাঁদ-বণিকের সোনা
২
উৎস মুখে চোরাবালির টান
শুকিয়ে গেছে নদীর জলস্তর
উপরদিকে তাকিয়ে থাকা দায়
মাটি খোঁজে নিজের জীবন রেখা
৩
শুকিয়ে গেছে নদীর জলস্তর
উপরদিকে তাকিয়ে থাকা দায়
মাটি খোঁজে নিজের জীবন রেখা
৩
তোমাকে কখনও খুঁজিনি সমর্পিতা
নিস্তরঙ্গ বিজ্ঞাপনের পাতায়
ভালোবাসার অক্ষর ছুঁয়ে আছে
তোমার গোপন কাজলরেখায়
৪
নিস্তরঙ্গ বিজ্ঞাপনের পাতায়
ভালোবাসার অক্ষর ছুঁয়ে আছে
তোমার গোপন কাজলরেখায়
৪
বদলে গেছে অমর উপত্যকা
ছাড়তে হবে মোহ
আকাশ আছে অন্য ঠিকানায়
ছাড়তে হবে গ্রহ
৫
ছাড়তে হবে মোহ
আকাশ আছে অন্য ঠিকানায়
ছাড়তে হবে গ্রহ
৫
ঘরের মধ্যে ঘর,হিমশীতল অঙ্গ কাটাছেঁড়া
সঙ্গ পেতে চায় দূরের খঞ্জ হাড়মাস
অন্ধকারের সাগরে ডুবুরিকে খোঁজে
সারি সারি ঠান্ডা বেওয়ারিশ লাশ…
সঙ্গ পেতে চায় দূরের খঞ্জ হাড়মাস
অন্ধকারের সাগরে ডুবুরিকে খোঁজে
সারি সারি ঠান্ডা বেওয়ারিশ লাশ…
0 Comments