অনুপ কুমার সরকারের দুটি কবিতা



গত ঋতু ও শরৎ 

দ্য বিদায়ী এ শরতের নীল নভস্তলে সময়েই হিমের পরশ নেমেছে।
তবুও মহামারীর যাঁতাকলে পরে শিউলির গন্ধ পৌঁছেছে দ্বারে দ্বারে।
এ শরতের কাশবনে বৃষ্টির অবসর না মেলায়,
নেতিয়ে; কোনোটা আবার ছিঁড়ে ছিঁড়ে গেছে খানিকটা।
কোথাওবা মুথা ঘাসের কুশি গজানোর সুরাহা মেলেনি।
এ শরতে মজেছিল পচে যাওয়া নাড়ার খাদোলে বৃষ্টির জল।
সিঁধলি পড়া মাটির রাস্তায়,
বিকেলের আড্ডায় চুড়ুইয়ের গায়ে গতরে ধূলোমাখা অধরা।
এ শরতের যৌবনা নদীর উপরে পড়া জল
পথ ঘাটের ইলেকট্রিক খুঁটির গোড়া গেছে ছুঁয়ে চলে। 

হৃদ্য অবভাস

ফিল্টার করা কথাগুলো সাজানো আছে,
কন্ঠদেশের হিমঘরে লকআপ করা।
রোজ রোজ প্রজনন না হলেও,
আরো গভীরে থিতিয়ে;ওজন বারছে।
লাঞ্ছনা-বঞ্চনা আর অপরদিকে অভিমান ও জেদ
পাল্লাপাল্লিতে কে প্রথম বা দ্বিতীয়।
হৃদি অনুভূতির গাঢ় প্রগাঢ় নিঃশ্বাস,
পিচ ঢালাইয়ের গরম পাথর বালির সাথে।
তোমার অহংকার স্তূপ পর্বতসম দাঁড়িয়ে বজ্রকঠিন।
দাগকাটা ক্ষত ডান বাম পাশে এখনও নিভৃতে জেগে।
স্ব-অক্ষমতার অপরাধ ঢাকতে ঢাকতে আধিক্লিস্ট।
অন্তর্বাস্পের স্যাঁতসেঁতে মনে ভিজে থাকবে অনন্তকাল।
গরম নিঃশ্বাসের ছোঁয়া এখনও বুঁদ হয়ে আছে গারদে।


কবি অনুপ কুমার সরকার
দক্ষিণ চরলক্ষীপুর, আইহো, মালদা











































0 Comments