কিশোর স্বপ্নেরা
রাত শেষের মিষ্টি উপত্যকার স্বপ্ন
এখনো তাদের রাত জাগায়,
আমায় জাগিয়ে রাখে ফ্যানাভাতের ভেতো গন্ধে
মোড়া গল্পেরা।
ওরা কেঁদে ওঠে বসন্তের ঝরা পাতা দেখে,
আমার চোখের অশ্রু রুটি আর জলের চক্রান্তের শিকার হয়।
চাঁদ কেনার আবদার জুড়ে দেয় ওরা ছাদের কিনারে দাঁড়িয়ে,চাঁদের জোৎস্না গায়ে মেখে
আর আমি কিশোর স্বপ্নদের বুনে চলি অনাবৃত ছাদের পানে চেয়ে।।
0 Comments