পলাশ পোড়েলের কবিতা


বুদ্ধদেবের কাছে  সুজাতা

কুয়াশার আঁচলে ভরে যায় সারা বিতান,
তবু স্বপ্ন আছে চোখের নীলে—
বাতাসে কাঁপে জীবন সত্যের নবশব্দ,
পর্ণমোচী কিছু উড়োখই পাণ্ডুলিপির পাতা।

সুজাতা জেগে জেগে থাকে সময়ের বাগানে
নদী বয়ে যায় নিরালা নিঃঝুম,
বারে বারে মৃত্যু ফিরে যায়—
অশান্তির কোলাহল ভেদ করে বাঁচতে শেখায়।

তোমার বুকের ফলদানিতে স্বপ্নেরা জেগেছিল
তরঙ্গ ভেঙে দেয় বালির পাহাড়
বাউণ্ডুলে ঘরের চাবি হারিয়ে যায়
সুজাতা পায়েস হাতে।ধ্যানমগ্ন বুদ্ধদেব পদ্মাসনে।

সব প্রলোভন পুড়িয়ে জীবনের আঁচে জেগে ওঠে
নির্বাণ ভালোবাসার বৃষ্টি ছুঁয়ে যায় চোখের পাতা
সুজাতার ফুলে ফলে ফসলে ভরে যায় হাত—
মা ...!  অস্ফুট উচ্চারণে কেঁপে ওঠে আনন্দভূমি। 

কবি পলাশ পোড়েল
কুলডাঙা, পাঁচলা, হাওড়া








1 Comments