আছে তার পায়ের চিহ্ন
লাভপুর কদ্দূর? ওদিকে নয়—
ওদিকে তো যাওয়া যায় গোপালপুর।
হাতিপোতা আর কতদূর ?
সেদিনের হাতিপোতা আজকের গোপালপুর
দেবদাস নই আমি তবু যাবো সূর্যপাড়ের গ্রাম,
আমার প্রিয়জন একদিন ওখানেই ছিলো
নিশ্চয়ই আছে তার পায়ের চিহ্ন...
সূর্যপাড়ের গ্রাম বড়ই সুন্দর,
যাওয়া হয়ে উঠলো না আজও
তুমি কলকাতা যাবে লিখেছিলে
গ্রাম ছেড়ে মফস্বল তারপর শহর...
সূর্যপাড়ের গ্রাম বড়ই সুন্দর
বরং চলো একবার যাই রাঙামাটি দেশে
আছে নেংটি-পরা খালি গায়ের লোক,
তাদের সাথে গল্প হবে অনেক—
হাসতে হাসতে মুখ তুলে
তোমার দিকে অপলক চেয়ে থাকবো আমি
তুমি হেসে হাত ধরে বলবে :চলো এবার হাঁটি।
ঐ দূরে রেলওয়ে স্টেশান...
সারা দেহে চমক লাগে,
ঘোর কাটতেই বলে উঠি —
হাতিপোতা আর কতদূর
সেদিনের হাতিপোতা আজকের গোপালপুর
আমি দেবদাস নই তবু যাবো সূর্যপাড়ের গ্রাম,
আমার প্রিয়জন একদিন ওখানে ছিলো
হয়তো এমনও হতে পারে
আমিও ছিলাম কখনো সাথে
এখন সব বিস্মৃতি
তবে নিশ্চয়ই আছে তার পায়ের চিহ্ন...
0 Comments