প্রেম
সৌমী আচার্য্য
রঙিন শব্দগুলো ঝাপসা হয়েছে
টুংটাং সময়ের স্রোতে
তারা ঘেরা ছায়াপথে রাত জমিয়েছে ভীড়
নোনা কিছু চুপকথা, বেহিসেবি জাল
সাজু রূপাই ধানকাটা মাঠ অথবা
হেরে যাওয়া আমি
ব্যালকনি জুড়ে আছে সোহাগের আলজিভ গাছ
মরফিন জারকে হঠাৎ দিয়েছো ডুব
প্রেম তবু কস্তুরী
মেঘ জমা একাল সেকাল
সাদাটে উইণ্ড চাইম বেজে যায়
হাওয়া হয়ে ছুঁয়ে যাও স্পর্ধায়
রজস্বলা হাতড়ায় আগুন চুয়ানো ছাই
সাদা রঙ বেজে ওঠে এখনো
সন্ধ্যার রজনীগন্ধায় হয়তো,হয়তো বা
উইণ্ড চাইমে
1 Comments
'ব্যালকনি জুড়ে আছে সোহাগের আলজিভ গাছ'- দারুণ।
উত্তরমুছুন