নিশিকান্ত রায়ের কবিতা


জীর্ণ সময়ের ডানা 
নিশিকান্ত রায় 

ওখানেও চোর মাছের গন্ধ খোঁজে 
ইটের পাঁজরে খুঁচিয়ে খুঁচিয়ে রাত 
ঝুরঝুর করে বালুকার দানা কাঁদে
মৃত্যর সুর পাঠ করে যায় সংবাদ। 

আঁধারের আঁকা নীল নিমগ্ন তুমি 
পায়ের চিহ্ন পথ নিয়ে যায় বয়ে 
পুকুরের জলে কংকাল হাওয়া খেলে 
নেশার গোড়ায় মাটি যায় ক্ষয়ে ক্ষয়ে।

চিতার আকাশে চাঁদোয়ার লাল পাখি 
ধূসর পাখায় উড়িয়ে চোখের লোনা
মেঘের ভেলায় ঘুমিয়ে আলোর বেগে 
চুপচাপ গাছে বাদুরের ছানাপোনা। 

চোরের পায়েতে নীরবতা ভাঙা রাত
বেঁচে থাকা এক সাগরের ঢেউ ভাঙা 
বিপ্লবীরাও ছেড়ে গেছে দেশ কাল 
শ্মশানে উড়ছে জীর্ণ সময়ের ডানা। 

কবি নিশিকান্ত রায় 
লালমনিরহাট, বাংলাদেশ




0 Comments