꣙ দূর ꣙





       ✒️ প্রতাপ সিংহ🔹হরিদেবপুর,কলকাতা🔹



🔵 অনেকদিন পরে কাছে এলে
বসলে ঠিক আমার পাশটিতে।
চোখকে বিশ্বাস হচ্ছিল না,
তুমি আমার হাত জড়িয়ে ধরলে
একী ! তোমার হাত এত ঠাণ্ডা কেন !
কেন আমার শিরদাঁড়া বেয়ে
একটা বরফের স্রোত নেমে গেল
কিছু বুঝে উঠবার আগেই
তোমার - আমার মাঝখানে
একটা খাড়া দেয়াল
আস্তে আস্তে উঁচু হয়ে উঠছে


কাছে থেকেও তুমি যে এমন
আশ্চর্য দূর রচনা করতে পারো
বুঝতে বুঝতে বেশ সময় লেগে গেল ।

0 Comments