᯾বিরহের মেঘলা আকাশ᯾
✒️ তনুশ্রী গুহ🔸কলকাতা🔸

💦 বিরহের মেঘলা আকাশ,
দিচ্ছে তার চলে যাবার পূর্বাভাস ।
সে আজও আমার হৃদস্পন্দন ,
আমার প্রতিটি টানেই তার অনুভূতির গহন ।
কাব্যের পুস্পরসে ছিলাম একে অপরের দর্পণ,
তবুও তাকে করতে হল তার ইচ্ছের কাছেই অর্পণ ।
কথা তবুও যেন বলে মাঝে মাঝে,
যদি আমার প্রতি তার আবেগি বোধ সাজে ।
দূরের কুঞ্জবনে অনুভূতির কি যে মায়া,
আজও কোনো এক রুপে অনুভব করি তার হারিয়ে যাওয়ার ছায়া ।
ভালোবাসার কোন্ জালে আবদ্ধ এই অন্তিম মহিমা?
অনুভূতির সৌজন্যে সাজিয়ে রাখবো আবেগ,মন আজও মানেনা ।
0 Comments