✍সুজিত কুমার মালিক🔸আরামবাগ🔸
💢 গল্পটা শেষ হলো অনেক প্রশ্ন রেখে !
সাদা চামড়ার তথাকথিত সভ্যজনেরা
গায়ের রঙে সাযুস্য রেখে ডাকে-কৃষ্ণকলি ।
শরীরের মাপ নিয়ে উপহাস করে
বর্ণভেদের ধ্বজাধারী মুখোশের দল।
কৃষ্ণকলি-তোমরা কেবল বেঁচে থাকো
গানে, পদ্যে, কবিতায় আর কল্পনায়...
নির্বাচন নয়,আজো হও নির্বাচিত।
চাহিদা মেটানো প্রেমিক,স্বামীরা
যোগ্যতার প্রশ্ন তোলে দিনের আলোয়।
সাদা চামড়ার কালো মনের মানুষগুলো
খোলার চেষ্টাই করে না মনের দরজা।
অবহেলা,বঞ্চনা,ঘৃণা সঞ্চিত হতে হতে
আজ জীবাশ্ম-এ পরিণত মন।
তোমার স্বপ্ন দেখার অধিকার নেই,
তোমার বিলাসিতা সাজে না,
তোমার ইচ্ছেরা সমাধিস্থ জন্মলগ্নেই।
কালের বিবর্তনে পাল্টিয়েছে বঞ্চনার ধরণ।
কৃষ্ণকলিরা খুঁজে চলেছে প্রশ্নের উত্তর-
সৌন্দর্য কোথায় থাকে-রঙে না মনে ?
0 Comments