𐡚 আঁচড় 𐡚



                       🔴 আশরাফুল মন্ডল🔸দুর্গাপুর🔸


🔰সেই মেয়েটিকেই দেখি শুধু। একমাত্র সম্বল ইজ্জত খুইয়ে সে বিবসনা। চারিদিকে দাঁড়িয়ে নাগরিক চোখ পলকহীন। চেটে নিচ্ছে বেইজ্জত শরীরের নগ্ন ভাঁজ।মনে আঁকছে মদির দৃশ্যসকল। ঠিক কীভাবে লুঠ হয়েছে তার ঠাসা দেহবল্লরী! নধরদেহ রাঙা করেছে ঠিক কতগুলো অব্যর্থ লালাঝরা কামড়! সমবেত নাগরিকবৃন্দের চোখে অনুমানযোগ্য উপভোগমধুর মাপামাপি। বেহায়া মেয়েটি কাঁদে না। মাদাম তুসোর মিউজিয়ামে নিশ্চল দাঁড়িয়ে থাকা মোমের ধ্রুপদী পুতুল যেন।

মেয়েটির শরীর ভরে যাচ্ছে অজস্র চোখের  
আঁচড়ে...

1 Comments

  1. সভ্যতার মুখোশেে ঠাসা হেরে যাওয়া মানুষ,মুখোশের আড়ালে প্রতিনিয়ত ক্ষতবিক্ষত হয় তার বিবেক,মনুষ্যত্ববোধ,হৃদয়ের কোমলতা,তাকে চেটেপুটে খায় তার লোভ,হিংসা,ঈর্ষা। তার আলোর শরীরে দীর্ঘায়িত হয় অন্ধকারের আঁচড়.... এভাবেই যন্ত্র সভ্যতার অন্ধকারে ঢাকা পড়ছি আমর... কবি আপনার এ যন্ত্রণার শরিক আমরাও

    উত্তরমুছুন