📚 অরুণ কুমার সরকার🔹শিলিগুড়ি🔹
🔰 হৃদয় উজাড় করা ভালোবাসার বিনিময়ে
প্রতিধ্বনির মতো ফেরে অবহেলা
ক্রমাগত আঘাতে ভাঙতে থাকে এক একটি
পাঁজর
আহত বুকে সাঁতার কাটতে ভুলে যায় নরম
জোছনা
সাজানো মাইলফলক
অসহায় দাঁড়িয়ে পড়ে লিপিহীন প্রান্তরে
এরই নাম কষ্ট
ভালোবাসার আঁতুড়ঘরে জন্মে
কারা যেন আহত হৃদপিন্ডের সাথে করে যায়
খেলা
অতৃপ্ত তৃষ্ণায়
শুকিয়ে ওঠে বুক
তবুও বেঁচে আছি দু'বেলা
অভাব কুড়াবো বলে...
0 Comments