🔰 অর্পণ কর্মকার🔹পূর্ব বর্ধমান 🔹
🍁গলায় পেঁচানো মাফলারটা খুব চেনা
নিজের জিনিস চেনাই তো হবে ।
অচেনা রাস্তাও বারেবারে পেরোলে
পাশের বাড়ির মেয়ে হয়ে যায় ।
বারবার পাক খাওয়াতো যে গলি-
যে গলি ধোঁকা দিতো,
রাস্তার খোঁজে নেমে যে রাস্তা শিখিয়েছিল ভুল থেকে শিক্ষা নিতে,
তুলতুলে মেয়েগুলো এঁকেবেঁকে
হারিয়ে যেতো ।
বিশাল দেওয়ালে একঝাঁক
রুপোলি মুখ হাতছানি দিতো,
তবু কখনো স্কুল পালিয়ে
যাইনি সিনেমাঘর ।
0 Comments