𐋊 ছোট্ট জিজ্ঞাসা 𐋊


🔺অণুগল্প:

           
            🔰মোনালিসা নায়েক🔸আরামবাগ🔸



🔴 সাত বছরের তিতলি টিফিনের বেল বাজার পর টিফিনবক্স হাতে ক্লাস থেকে বেরিয়ে বন্ধুদের কাছে গিয়ে বসে।তারপর শিশুমনের সরলতায় দৈনন্দিন সুখ -দুঃখ ভাগ করে নেয় ,এরকমই এক মুহূর্তে তিতলি বলে –জানিস ,সন্ধ্যায় আমি মায়ের কাছে সব টাস্ক সেরে ঠাম্মাদের ঘরে থাকি,ঠাম্মা-দাদাই আগেকার দিনে তাদের জীবনের সত্যি ঘটনার কথা,কত রূপকথার গল্প বলে-আমার কাছে ওটা বেস্ট মোমেন্ট।

তখন তিতলির আর এক বন্ধু তিন্নি বলে আমার বাবা অফিস থেকে ফেরার আগেই আমি সব টাস্ক সেরে নিই, বাবা বাড়িতে আসলে আমি বাবার ট্যাব নিয়ে ইউটিউবে ঠাকুমার ঝুলি দেখি,গেমস খেলি আমার ওটা বেস্ট মোমেন্ট।পাশ থেকে অদৃজা উদাসীনভাবে বলে আমার বাবা-মা দুজনেই অফিস থেকে ফিরে রোজ ঝগড়া করে নিজেদের মধ্যে। আমার ও খুব ঠাকুমাকে দেখার ইচ্ছে হয় জানিস,শুনেছি ঠাকুমা আছে,বৃদ্ধাশ্রমে থাকে সেই নিয়েও বাবা-মা'র মধ্যে মাঝে মধ্যেই ঝামেলা হয় ।আমি খুব কষ্টে থাকি,বাবা-মা বুঝতেই চায়না সেকথা ।স্কুল বসার বেল পড়লো যে যার মতো ক্লাসরুমে ঢুকে গেল ।

সন্ধ্যায় তিতলি মায়ের কাছে সব টাস্ক সেরে নিয়ে প্রতিদিনের মতোই দেখে বাবা ল্যাপটপ নিয়ে অফিসের কাজে,মা ফোনে ব্যস্ত তখন সে চুপ করে ঠাম্মার ঘরে গিয়ে দেখলো ঠাম্মা -দাদাই দুজনে খুশির মেজাজে কত গল্প করছে। তিতলি তাদের মাঝে গিয়ে বসলো, তারপর ঠাম্মাকে বললো–আমার বাবা-মা তোমাদের মতো বয়সে এরকম ভাবে গল্প করবে তো ঠাম্মা?

0 Comments