
শীতবিন্দু অথবা ড্রপবক্স
জানালার রেলিং এর বয়স জানতে দরজার নিচে থাকা ঘুটঘুটে অন্ধকারের স্পন্দন মেপে নিতে হয়
কোনো ত্রিকোণ সম্পর্কের শরীর থেকে শূন্য কোণে ঘরের মাঝখানে দাঁড়ালে দেখা যাবে একটি পূর্বপুরুষ ঘুড়ি নিয়ে নেমে যাচ্ছে কুয়াশার মিথুন শহরে
পুরনো চাঁদ থেকে যে হিমোগ্লোবিনের গন্ধ উড়ে আসে তাতে দু-চারটি লেবুদানা রাখলে মৃত্যু গন্ধ উড়ে যাবে চিরতরে
সমুদ্রের অন্তহীন লাল রং বেপরোয়া বাঁশি
প্যাস্টেলে আঁকতে আঁকতে ক্রমশ ঘোলাটে হয়ে যাচ্ছে পাক রস
তাই মৃত পেন্সিলের বয়স সিক্স এইচ বি
জমাট পায়ে পদ্ম ফুটছে উঠোন অথবা মন্দিরতলার ধানখড়ে
পরপুরুষের জন্য হলদে ফুল রাক্ষস হয়ে দাঁড়িয়ে থাকে দরজার মাঝখানে
রাত ক্রমশ যৌগিক হয়ে ওঠে মৃত্যুর কাছাকাছি এসে
মৃত মায়ের পানের কৌটায় জন্ম নিচ্ছে শালুক
আয়ু রেখা কেমন গুণিতক পেঁচানো শাঁখ
বাড়ির ভেতর সকল সম্পর্ক ভাঙছে এঁটো বাসন এর সাথে
প্রতিটি দিন গুহার ভেতরে ঢুকে গেলেই আমার মৃত্যুদিন লেখা হয়ে যায় জন্মবার্ষিকীর খাতায়
বরফ হয়ে যাই অশৌচের সাথে
কোনো ত্রিকোণ সম্পর্কের শরীর থেকে শূন্য কোণে ঘরের মাঝখানে দাঁড়ালে দেখা যাবে একটি পূর্বপুরুষ ঘুড়ি নিয়ে নেমে যাচ্ছে কুয়াশার মিথুন শহরে
পুরনো চাঁদ থেকে যে হিমোগ্লোবিনের গন্ধ উড়ে আসে তাতে দু-চারটি লেবুদানা রাখলে মৃত্যু গন্ধ উড়ে যাবে চিরতরে
সমুদ্রের অন্তহীন লাল রং বেপরোয়া বাঁশি
প্যাস্টেলে আঁকতে আঁকতে ক্রমশ ঘোলাটে হয়ে যাচ্ছে পাক রস
তাই মৃত পেন্সিলের বয়স সিক্স এইচ বি
জমাট পায়ে পদ্ম ফুটছে উঠোন অথবা মন্দিরতলার ধানখড়ে
পরপুরুষের জন্য হলদে ফুল রাক্ষস হয়ে দাঁড়িয়ে থাকে দরজার মাঝখানে
রাত ক্রমশ যৌগিক হয়ে ওঠে মৃত্যুর কাছাকাছি এসে
মৃত মায়ের পানের কৌটায় জন্ম নিচ্ছে শালুক
আয়ু রেখা কেমন গুণিতক পেঁচানো শাঁখ
বাড়ির ভেতর সকল সম্পর্ক ভাঙছে এঁটো বাসন এর সাথে
প্রতিটি দিন গুহার ভেতরে ঢুকে গেলেই আমার মৃত্যুদিন লেখা হয়ে যায় জন্মবার্ষিকীর খাতায়
বরফ হয়ে যাই অশৌচের সাথে
0 Comments