জয়ন্ত চট্টোপাধ্যায়ের কবিতা


মেঘটোপ

ঝিমুনো আকাশটিকে মেঘটোপ
হিসেবি বাঘ টানে মুগ্ধ শিকার।
চিনচিন স্নায়ুর তরঙ্গ অভিঘাত

নিরালাদুপুর ধোয়া বৃষ্টির তড়বড়
পালকপলকে ব্যস্ত উষ্ণ রোমকূপ
শিথিলপেশির ভারে শ্লথ হয় দিন।

বালির উপর জল জাগে অণুদ্বীপ
প্রসাধন ধোয়া জলে কলঙ্ক ঘাম
কাদার উপর ফুটে স্বপ্নফুল ছাপ।

তুমি সেই মিলনবেলার মনখারাপ
যেখন সবুজ লোটে অকরুণ বেলা
ক্লান্ত ঠোঁটের কোণে ভুলসুরে গান।

আকুপাংচারে ছিন্ন বুক ও মগজ
দয়াহীন কাঁটা গাঁথা কোমল তিতির
প্রতিরোধ বলে কিছু নেই অবহেলা।

ঝিমুনো আকাশটাকে মেঘটোপ
কে যেন জাগিয়ে দেয় বাসনাধনুক
সবুজের লতাপাতা জড়ানো সংসার।

একটি পাতার মতো ঝুলে থাকি
ধুলো ঝড় বৃষ্টি রোদ ক্লেদ ও আগুন
অবিরত সাজায় যাকে সেই তো প্রেমিক।

            কবি জয়ন্ত চট্টোপাধ্যায়
গোপেশ্বরপল্লি, বিষ্ণুপুর,বাঁকুড়া















0 Comments