দহনের আগে
ছুঁয়ে দেখো আমায় একবার
অস্পৃশ্য আমি জানি
এখনই আগুনবাসে যাবো
আগুন ছুঁলে শুদ্ধ হয় সবই
তবু...
তোমার ছোঁয়ায় কান্না পায় ভারি
এইটুকু শুধু
ফেরাতে তোমায় পারিনি কোনদিনই
দেখো...
শীতলতাও কেমন উত্তাপ বয়ে আনে
Designed by OddThemes | Distributed by Gooyaabi Templates
0 Comments