একটি পেছনে তাকানো লেমিং
জনসমষ্টির চাপ বাড়ছে ক্রমশ,দূরে পরিযায়ী হব
এইবার।বলেছিলে দলবেঁধে যাব দুরারোহ ক্লিফে,
সেখান থেকে ঝাঁপ।
তোমার কথা শুনে আমরা উৎসাহী হই
জড় করি বুড়ো ছুঁড়ো সব্বাইকে। সব কিছু চলছিল
ঠিক,পরিকল্পনা দুর্ভেদ্য ছিল,শুধু একটি লেমিং
ক্লিফের মাথায় এসে ফিরে তাকায়। সেই দুরারোগ্য
অসুখ,বিষ এবার পুরো দলে,কেউ পেছনে তাকানো
কেউ বা পাশে,সবাই রঙচঙে স্বতন্ত্র,দলবেঁধে
সব ফিরছে নানান দিকে।নানান বসতি।
কবি অমিত চক্রবর্তী
ম্যানহাটান, আমেরিকা
0 Comments