সুধাংশুরঞ্জন সাহার কবিতা



জট 

সারা জীবন নিজের ঘরে জেল খেটেছি ।
মার খেয়েছি যাদের হাতে তারা আমার
আপনজন কাছের লোক বটে ।

এখন বেলা শেষের দিকে
তোমার কাছে ফিরে এলেই মুখ ঝামটা
বলার মতো নতুন কিছু নয় ।

বাজার টেনে আনতে গিয়ে হাঁপিয়ে যাই ।
তবু, তোমার মুখে ভীষণ জ্বালা ।
ভালোবাসতে তুমি কেমন করে !
আমার কাছে ধোঁয়াশা ঘন আজ ।

নদী আমার আপন শুধু বাকি কুটিল জট।

       কবি সুধাংশুরঞ্জন সাহা
৫৭/৬ এ/২ সন্তোষ রায় রোড
শিবম অ্যাপার্টমেন্টস
কলকাতা - ৭০০০০৮





0 Comments