ত্রিকোণ সম্পর্ক অথবা বেলপাতা
জানালার পাল্লা কালো হয়ে উঠলে আমার কান্না পায়
প্রতিটি ঘরের ভেতর পায়ের শব্দ শোনা যায় ক্রমশ রাত্রি গভীর হলে আলমারির তাক থেকে ভয়ঙ্কর অসুখ নেমে আসে,নিরাময় শুধু জানালার ঘষা কাঁচ
রাজসূয় যজ্ঞের জন্য আসন পেতে রাখি অপেক্ষা করি,আমি সকল উৎসর্গের জন্য ব্যবহার্য পুড়িয়ে চলি ত্রিকোণ বেলপাতার মতো
প্রতিটি ঘরের ভেতর পায়ের শব্দ শোনা যায় ক্রমশ রাত্রি গভীর হলে আলমারির তাক থেকে ভয়ঙ্কর অসুখ নেমে আসে,নিরাময় শুধু জানালার ঘষা কাঁচ
রাজসূয় যজ্ঞের জন্য আসন পেতে রাখি অপেক্ষা করি,আমি সকল উৎসর্গের জন্য ব্যবহার্য পুড়িয়ে চলি ত্রিকোণ বেলপাতার মতো
পুরোহিত সেজে বসে পড়ি নিজের মুখোমুখি সর্বাঙ্গ ক্ষত নিয়ে কেবল রাত্রিকালীন সম্পর্ক মুছে দিয়েছি কক্ষচ্যুত নক্ষত্রের মতো
আমাদের কোনদিন জন্ম হয়নি,আমরা কোনদিন ভ্রুণ ছিলাম না।
আমাদের অস্তিত্ব শুধু পেঁচানো আপেলের মতো
দুই হাত থেকে উপশিরার গন্ধ ছড়িয়ে বেড়াচ্ছে প্রদীপ আর ধূপদানি পর্যন্ত আমাদের কোনোদিন প্রান্ত বিন্দু নেই ছিল না বলে দেওয়াল জুড়ে তক্ষকের সারি,ক্রমশ মাথার উপর এসে জমা হয়
আমার মাথায় একটি জমাট রক্তের নদী তৈরি হয়ে গেছে
রক্ত জবা নিয়ে ছুঁড়ে দিলাম বাড়ির ঈশান কোনে প্রতিটি দরজার একটি মৃত্যু ঘর আছে
মন্ত্রোচ্চারণে ক্রমশ বিলীন হয়ে যাচ্ছি আমি
0 Comments