সূর্য দত্ত'র কবিতা


মৃদঙ্গ মাদল

ন ডেকেছে বিহুর সুরে
ঐতিহাসিক তিনসুকিয়া
বাইনোকুলার সঙ্গে নেই,জুম ক্যামেরাও।

মুঠোফোনেই কাজ চালাও কয়েকদিন।

সত্তর- বাহাত্তর ভুলেই গ্যাছে মানুষ 
ক্ষমতার নল গুড়িয়ে দিয়েছে লালবাজার! 
শুনতে পাচ্ছেন?
মৃদঙ্গ-মাদল বোল উঠেছে!

আয় টুসু,
ত্রিশূল ধনুক ত্যাগ করে
আমরাও দিদ্রিরে- দিদ্রিম দোলাতে শুরু               
করি কোমর।

কবি সূর্য  দত্ত
মহাকালী তলা বাই লেন, বাঁশবেড়িয়া, হুগলী








0 Comments