অনুরঞ্জনা ঘোষ নাথের কবিতা



অপেক্ষা

ন্ধকারে হঠাৎ মুঠোফোন
জ্বলে ওঠে টিং টিং শব্দ করে,

বুঝিয়ে দেয় তুমি মনে করলে আমাকে

কোন বার্তা এলো বুঝি হৃদয়ের দীর্ঘ অতলান্তবাহী দুঃখ নিয়ে

ইচ্ছে করে আঁচল পেতে আজ সব দুঃখ কুড়িয়ে নি-
 
আমার ভালবাসারা উন্মুখ তোমার হৃদয়ে ফুল হয়ে ঝরে পড়ার জন্য,

ব্লটিং পেপারের মত শুষে নিতে চায় তারা সমস্ত যন্ত্রণা...

শুধু তোমার উত্তরের অপেক্ষায়-
ধরে থাকি মুঠোফোন অন্ধকারে                     

অনেকক্ষণ অনেকক্ষণ...

কবি অনুরঞ্জনা ঘোষ নাথ
কালিদাস পতিতুন্ডি  লেন, কলকাতা, পশ্চিমবঙ্গ















0 Comments