দূরে কোথাও
দূরে কোথাও---
তাকে ছোঁ মেরে নিয়ে গেছে চিল
আমার স্বপ্নের একফালি বারান্দা থেকে
প্রখর রৌদ্রের অনন্ত আকাশের নিচে
সুউচ্চ পর্বত শিখরের নির্জন গহ্বরে
সাজিয়েছে তার আশ্চর্য নরক গুলজার
অথচ, অভিপ্রেত ছিল না এই জুলুম লুণ্ঠন
চিরকাল চেনা চৌকাঠের মাপা পরিধিতে
এঁকেছি বিধুর ঠোঁট, দেখেছি দীঘল চোখে প্রশান্তির স্বপ্ন!
হৃদয়ে বাজে বিপথগামী সুর
ধেয়ে আসে অনাকাঙ্ক্ষিত অসহিষ্ণু শব্দস্রোত
অস্থির পীড়িত সময় শ্বাপদসঙ্কুল বনভূমি পেরিয়ে যায়
কাঁকড়াবিছারা ধীর পায়ে আসে...
হুল ফোটানাের আগে সময় গােনে,
গণধর্ষণের ত্রাসে ঝলসে গেছে ভালােবাসার কিংশুক!
0 Comments