মানিক চন্দ্র গোস্বামীর কবিতা



অবরুদ্ধ

চোখে মুখে ভয়,তবু দুস্টুমি ভরা মন;
ভালোবাসার গানের ধারায় বয়স সন্ধিক্ষণ। 
হাল্কা গোঁফের রেখায় দিচ্ছে মনের বয়সে উঁকি,
ভালোলাগার স্বপ্ন চোখে,হৃদয় উঠিছে কাঁপি। 
ইচ্ছে করে না লেখাপড়ায়,অপরূপ অনুভূতি;
মায়ের সোহাগে মন ভরে নাকো,বাহির জগতে মতি। 
শৈশবটাই ছিল ভালো বেশ,স্নেহময় ছিল সবে;
হঠাৎই তারা বদলে গেছে,বদলেছে অনুভবে। 
শাসন এখন পদক্ষেপে,জ্ঞানের বাক্যবাণ;
বিধিনিষেধের জালেতে জড়িয়ে,কারায় বদ্ধ প্রাণ। 
স্বাধীনতা আর নেই যে কোনো বৃথাই হৃদয়ে দোলা,
বিবাদের আগুন অন্তরে জ্বলে,অদ্ভুত এক জ্বালা। 
গুরুজনে বলে এখন সময় নিজেকে তৈরী করো,
জীবন যুদ্ধে জেতার লড়াইয়ে প্রস্তুতি শুরু করো। 
ভবিষ্যতের ভাবনা জাগে না কিশোর এই মনোমাঝে,
ছোট্ট অতীত দুঃখ আনে,বর্তমান লাগছে নাকো কাজে। 

কবি মানিক চন্দ্র গোস্বামী 
বারাদওয়ারি, সাকচি, জামশেদপুর 




















0 Comments