প্রতীক্ষা
তখন তোমার অমল বয়স বাড়িয়ে ছিলে হাত
অসংকোচে বলেছিলে,আমি করিনি কর্ণপাত।
পুতুল খেলার ঘরসংসার বসতাম সাজিয়ে নিয়ে
অকারণে রাগিয়ে ভেঙে দিতে পুতুল খেলার বিয়ে।
বৃষ্টি জলে দস্যিপনা ভিজিয়ে দিতে নিবিড় কালো চুল
জ্যাঠাইমাকে অভিযোগ জানাতে হতো নাতো ভুল।
এমনি করে চলত দিন কতোই না খুনসুটি
নারী পুরুষ বিভেদ বোধ সময় গুটিগুটি।
পড়াশোনায় মেধাবী চলে গেলে শহরের স্কুলে
আমি তখন একাদশী থেকে গেলাম গ্রামের স্কুলে।
তোমায় বিহীন উথলে ওঠে যৌবনেরই ছোঁয়া
সবুজ ধানে কুঁড়ি ফোটে ছেলে বেলায় রোয়া।
স্মৃতিগুলো ধরে রাখি পদ্মফুলে বৃষ্টি ফোঁটার মতো
তোমারও কি আমার মতো দাগ কটেনি হৃদয়তে ক্ষত!
খুঁজলে কোথাও পেতে পার আমার মতো মেয়ে
তবুও তোমার আশায় বসে আছি পথ পানে চেয়ে।
0 Comments