বাবা-মা ~ মিশর রায়ের কবিতা


বাবা-মা 
মিশর রায় 

এখন থেকে ওখান থেকে
      দু এক ফোঁটা যা সংগ্রহ
অতর্কিতে মা-এর দাহ
       বাবার প্রাণের দুষ্ট গ্রহ
ছড়িয়ে গেল মহাকাশের
       পাল্টে যাওয়া প্রত্নসীমায়
এ বিশ্ব তাই আর কারো নয়
       শুধু আমার শুধুই আমার

একলা থাকি একটা কোণে
      দশ কোন ওই জটলা করে
স্বপ্নব্যথায় বাস্তবতা 
        হাঁটতে শেখায় ধর্ম ধরে
প্রান্ত গভীর অন্ধকারে
        তলিয়ে যাব শুদ্ধ চিতায়
পারবো কি আর রক্ত ছেঁড়া
         মা বাবা-কে জন্ম দিতে

কবি মিশর রায়
মুকুন্দপুর, কলকাতা, পশ্চিমবঙ্গ 


প্রচ্ছদ- মিশর রায় 




0 Comments