আজকের শিশু
চালাক অনেক আজকের শিশু
পায় না ভয় বাঘ মামায়,
বর্গীর ভয় দেখিয়ে তাদের
রাখা যায় না থামায়।
শিয়াল মামার গল্পে তাদের
মন উঠে না ভরে,
সাপের ভয় দেখালেও তাদের
রাখা যায় না ঘরে।
চাঁদ মামাতেও তুষ্টি পায় না
রাখা যায় না কোলে,
রূপকথার ঐ গল্প শুনেও
তারা নাহি ভোলে।
এখন তারা টিভি দেখে
নয়তো খাবে না ভাত,
অ্যান্ড্রয়েড সেট চালায় তারা
ওঠেনি কিন্তু দাঁত।
খেলনায় তো খেলে না খেলা
খেলে না খেলা দেশী,
মোবাইল সেটে খেলে গেম
খুবই বেশী বেশী।
যায় না দেখা মামার বাড়ি
বাবার কাঁধে চড়লে,
এখনকার শিশু সব বোঝে
ভুলবে না তা করলে।
এখন খরচ অনেক বেশী
ভোলে না আর অল্পে,
যায় না শিশু থামান আর
মনে গড়া গল্পে।
0 Comments