ফাঁকা ~ সোমনাথ বেনিয়ার অণুগল্প


সোমনাথ বেনিয়ার অণুগল্প 
ফাঁকা

বাবা আর মেয়ে। মেয়েকে বিয়ে দিলে ঘর ফাঁকা হয়ে যাবে ভেবে তার বিয়ের চিন্তা বাবা করে না। বাবার বন্ধুরা মেয়ের বিয়ের কথা তুললে বলে, "মা মরা একমাত্র মেয়ে। বিয়ে দিলে ঘরটা বড়ো ফাঁকা হয়ে যাবে গো!"
"তাই বলে বিয়ে দেবে না।"
"নাহ্, সেরকম‌ও নয়! আসলে ..."
     
এদিকে সেই মেয়ে এক ফাঁকে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করে নিলো। তার বাবা কষ্ট পেলেও মেয়ের বিবাহ পরবর্তী জীবন যাতে ভালো যায় সেই ভেবে বাড়িটা মেয়ের নামে লিখে দিলো আর তার বড়ো মুদির দোকান জামাইকে দান করে একদিন তিনি নিরুদ্দেশ হয়ে গেলেন। 
     এখন লোকটি ভাবে তার ঘর ফাঁকা থাকলো না আর যে নিরুদ্দেশ হয়ে যায় তার তো ঘর‌ই থাকে না...

সাহিত্যিক সোমনাথ বেনিয়া
নিমতা, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ






0 Comments