শোক গাঁথা ~ দেবদাস কুন্ডুর কবিতা


শোক গাঁথা
দেবদাস কুন্ডু 

সব তো ভেসে যাবে
এই দেহ এই হাড় মাংস অস্থি হৃদয় 
তবু কেন বিকেলের ছায়ায় দাঁড়িয়ে থাকি
বিষন্নতা হাতে নিয়ে। 

জানি তো একদিন তুমি চলে যাবে
তোমার কথা তোমার ভাব তোমার অলংকার
তবু কেন রাতের মায়াবী আলোয়
বাউলের মতো তোমায় খুঁজি।

জানি আমি একদিন থাকবো না
তবু মাঝেমঝে পাশবই খুলে দেখি
ঘরের দেওয়ালের সংগে কথা বলি
অকারনে চিৎকার করি তোমার সংগে
অভিমানে চলে যাই কখনো দূরে। 

জানি তো এই সম্পর্ক ভেসে যাবে
অলকানন্দের জলে। 
তবু দুপায়ে জড়িয়ে থাকে অজস্র শ্যাওলা।

কবি দেবদাস কুণ্ডু 
কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত

















2 Comments

  1. দিনতো গেল সন্ধ্যা হল...
    তবু এই দ্বিধাটুকুই মানবিক ডিএনএ-র এককণা দুখজাগানিয়া, যার জন্য শোনালেন এই গান কিংবা কবিতা।

    উত্তরমুছুন