
পরিবর্তন
স্বপন জায়দার
নিকোনো মাটির উঠোনে সকালে,এসে পড়তো রোদ
আমার প্রিয় চণ্ডীমণ্ডপ।
গফুর চাচা এসে পালা বাঁধত 'প্রতিশোধ '।
জেলেপাড়ার হরেন সাজতো জমিদার গিন্নি,বামুনপাড়া ডাক্তার কাকা তার আত্মঘাতী মেয়ের হারমনিতে কর্নসাটের তাল খুঁজতো।
চরণদাস আসরের শেষ মাথায় বিবেকের সুর
দিত ভাসিয়ে,-
বিবর্তনের আলোয় আজ বড়ো নিশান উড়ছে
বাতাসে
গফুর তুমি ভিন্নধর্মী,জেলেপাড়ার হরেন নিচু জাত
ভাতের বদলে জাত
কর্ম হয়েছে ধর্ম।
রাতের চাঁদের আলোয় নিকানো উঠোনের চন্ডীতলা এখন শান-বাঁধানো মঞ্চ।।
2 Comments
Asadharon
উত্তরমুছুন👍👍👍
উত্তরমুছুন