তিনটি কবিতায় ~ সুদীপ্ত বিশ্বাস


সুদীপ্ত বিশ্বাসের তিনটি কবিতা 

স্বপ্ন কথা 

সেই মেয়ে মাঝে মাঝে পাশে এসে বসে 
মেলে দ্যায় তার চুল, হাসে মৃদু মৃদু
যখন ঘুমিয়ে আমি আধো আধো ঘুমে
স্পর্শ পেয়ে ধড়ফড় জেগে উঠি সুখে
রাতের আকাশে চাঁদ একা ভেসে যায়
সবাই গভীর ঘুমে, নিশুতি নিঝুম
শেষ রাতে চুপচাপ একা জেগে থাকি
তার স্পর্শ, তার গন্ধ জড়ানো শয্যাতে... 

ছাই মাখা স্মৃতি  

নদী চেয়ে চেয়ে আমি ফুরিয়ে গিয়েছি
অতীতের কত ছবি ভিড় করে আসে
মাটি খুঁড়ে পাই শুধু শাদা হাড় গোড়
দুহাতে সরিয়ে শুধু  চুপচাপ বাঁচি
জল, তুমি জল নিয়ে আসো না কখনও 
দাউ দাউ তাই শুধু জ্বলে পুড়ে মরি
পোড়া মনে শুধু ছাই, ছাই মাখা স্মৃতি ...

কালচিত্র

জীবনটা তো গেল প্রতীক্ষায়
অঢেল সময় নেই কারও, ঘণ্টা বাজে
কারা যেন ডাকে, আয় আয়...
পথের পাশে দাঁড়িয়ে আছি গাছ
সহস্র স্রোতের টানে আমায় ভাসিয়ে নিয়ে
তুমি কি নদী হবে না আজ?
নদী হও, হও নদী, বয়ে যাও
অজস্র ধারায়। দুকূল ভাসিয়ে নদী
আমাকে পাগল করে দাও।
ভেসে যাওয়া ? সেটাও সার্থক।
শ্মশান যাত্রীরা চলে গেলে, পাখি ডাকে-
গৃহস্থের খোকা হোক।

কবি সুদীপ্ত বিশ্বাস 
রানাঘাট, নদীয়া, পশ্চিমবঙ্গ



0 Comments