কবিতা ~ শুভশ্রী গুহ দে'র কবিতা


কবিতা 
শুভশ্রী গুহ দে

ভেবে রেখেছি পরজন্মে কবিতা হয়ে জন্মাবো,তারপর প্রকাশক।
ছেপে দেবো আমায়,তোমার কোন এক প্রিয় কবিতার ব‌ইয়ে।
যখন তুমি পরম মমতায় ব‌ইটি খুলবে,সে‌ই ব‌ইয়ের কোন এক পৃষ্ঠায়;
হয়তো ঊনিশ,বিশ কিংবা ত্রিশ এ আমি থাকবো কালো ছাপা অক্ষরের লেখা হয়ে।
চিনতে পারবেতো আমায়? হয়তো পারবে হয়তো বা না।
অন্ধকারে যখন জোনাকিরা নিজেদের জ্বালাবে ,
একটা দুটো তারা খসে পড়বে তোমার মনের ছাতে,
তখন আমার সমস্ত লা‌ইন,দাড়ি,কমা খুঁটিয়ে
খুঁটিয়ে বিশ্লেষণ করে পড়ো কিন্তু।
তোমার কাছে আমার কিছু গল্প জমা আছে;
আমার মেয়েবেলার মহাকাব্য।
কোন এক ব‌ইমেলা সংখ‍্যায় ছেপে দেবো ফাগুনের শেষে।
দেখবে কবে নীলপাহাড়ি ছুঁয়ে ফেলেছে অলকানন্দা উচ্ছ্বাসে।
পড়া হয়ে গেলে পৃষ্ঠাটি ছিঁড়ে ফেলতে পারো,
তবে যেটাই করো কবিতাটিকে তোমার শব্দকোষ থেকে একটা পরিচয় দিও।

শুভশ্রী গুহ দে
                                  পুণে, ভারত 


















1 Comments