জীবনের ছলাৎছল্ ~ দীপক বেরার কবিতা


জীবনের ছলাৎছল্ 
দীপক বেরা 

দামাল কৈশোরে চিনেছিলাম 
ঘাস মাটি আগুনের সমতার সমীকরণ 
পৃথিবীর বুক জুড়ে বেড়ে ওঠার আশ্চর্য খেলা।
তারপর --
অমীমাংসিত সূত্রে নির্মিত অনিয়মের বাঁধ 
ভাঙতে থাকা কোষকলার অবাধ্য প্রোটিন 
ভেঙে যায় দীর্ঘ সংযমের বাঁধ, তখন
অসমাপ্ত লিখনের উপরে নদী বয়ে যায় 
নদী লেখে তার স্রোতময় ভ্রমণ-বৃত্তান্ত 
ধ্বংসের উপত্যকার গভীর থেকে 
বেরিয়ে আসে অবিকৃত সব ফসিল
জলাধার মাটি নদী ও নদীর সভ্যতা
ইতিহাসের পাতায় সংরক্ষিত প্রতিটি অক্ষর! 

বারণ ছিল তাই ওঠেনি সূর্য এতদিন 
মেঘের নিবিড় অবরোধ ভেঙে 
নেমে আসে সেই সোনালী রোদ্দুর 
নদীর বুকের ভিতর তখন অক্লান্ত গতি
কেবলই বয়ে চলার গতি, আবহমান.. 
মাটির সঙ্গে শুয়ে মাটির গন্ধমাখা কথকতা
কত গল্পগুচ্ছ কথামালা আছে তার 
সংগোপনে লিখে রাখা প্রেম কাব্যিকতা 
অনেকদিন পর পান্ডুলিপির শরীর খুলে
দুর্বার সাহস এসে পাশে দাঁড়ালে
অক্ষরমালায় শব্দের বাক্যবিন্যাসের ভিতর 
অনন্ত থেকে অসীমের পথ ধরে 
ভেসে আসে ভাসমান নৌকার গান 
সেদিনের পরিচিত সেই অবিকল 
বহমান জীবন তরঙ্গের ছ লা ৎ ছ ল্ ! 

  কবি দীপক বেরা
   হরিদেবপুর, টালিগঞ্জ, কলকাতা




















2 Comments