মংপুতে কিছুক্ষণ ~ মৌটুসী ঘোষের অণুগল্প


মৌটুসী ঘোষের অণুগল্প 

মংপুতে কিছুক্ষণ 

মংপুর ছোট্ট মনাস্ট্রিটা পেরিয়ে এসে পাহাড়ের খাদের ধারে সূর্যাস্ত দেখতে দেখতে মল্লিকার মনে হল- আরে, আজ সে পুরো একা, পাহাড়ে সে নিঃসঙ্গ, কেউ নেই পাশে!রক্তিম অনেক বছর তাকে ছেড়ে চলে গেছে। চশমার ফাঁক দিয়ে দু’ফোঁটা চোখের জল গড়িয়ে গেল, ড্রাইভার সুশীলজিকে বলল- দাদা মেরে লিয়ে প্লিজ দো কাপ ফিক্কাচিয়া(black tea) বোলনা।

হাঁ...ম্যাডামজি

পাহাড়ের রক্তিম বর্ণের সূর্যাস্ত -র স্পর্শে সে তাঁর হারানো রক্তিমকেই খুঁজে পেল! মল্লিকা তাঁর ব্ল্যাক পুলওভারটা আরো ভালো করে জড়িয়ে ভাবল হয়তো রক্তিমের মল্লিকার সুগন্ধ বেশিদিন পছন্দ হয়নি, সূর্যের আলোর সামান্য ছটা মল্লিকার মুখমণ্ডলকে আরো উজ্জ্বল করল! মল্লিকা পাইনের বনে মিশে যাচ্ছে, হিমালয়ের শীতল হাওয়ায় তাঁর চুল এলোমেলো করে দিচ্ছে, তবুও মল্লিকা বলে চলেছে- 

"কোনোদিন কর্মহীন পূর্ণ অবকাশে
বসন্তবাতাসে
অতীতের তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘশ্বাস,
ঝরা বকুলের কান্না ব্যথিবে আকাশ,
সেইক্ষণে খুঁজে দেখো, কিছু মোর পিছে রহিল সে
তোমার প্রাণের প্রান্তে; বিস্মৃতিপ্রদোষে
হয়তো দিবে সে জ্যোতি,
হয়তো ধরিবে কভু নামহারা স্বপ্নের মুরতি।
তবু সে তো স্বপ্ন নয়,
সব চেয়ে সত্য মোর, সেই মৃত্যুঞ্জয়—
সে আমার প্রেম,
তারে আমি রাখিয়া এলেম
অপরিবর্তন অর্ঘ্য তোমার উদ্দেশে।
পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে
কালের যাত্রায়।

হে বন্ধু, বিদায়।"

বিচ্ছেদ সে তো বিচ্ছেদ নয়, রক্তিম তুমি আমার অনন্ত আকাশ... 

গল্পকার মৌটুসী ঘোষ 
পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ, বর্ধমান 


ছবিঋন- মৌটুসী ঘোষ 


























0 Comments