সোমনাথ বেনিয়ার অণুগল্প
গড়ন
বিপুল সেদিন রাতে একটা আটার রুটি আলুর তরকারি দিয়ে খাচ্ছিলো। রুটি শেষ হতেই তার বউ ফুলি চারটে বড়ো ফুলকো লুচি নিয়ে এসে তার মধ্যে থেকে একটা তুলে বিপুলের পাতে দিয়ে বললো, "মেয়ে লুচি খেতে চেয়েছিলো। দেখলাম ময়দা বেশি নেই। এই চারটে হয়েছে মাত্র। তুমি একটা খাও। মেয়েকে তিনটে দেবো।"
লুচিটা ছিঁড়তে যাবে কী, বিপুলের মনে হলো তিনটে লুচিতে মেয়ের হবে কি? তার মধ্যে মেয়ে ফুলকো লুচি খেতে ভীষণ পছন্দ করে। সে ফুলিকে ডেকে বলে, "আমাকে বরং আর একটা রুটি দাও। লুচি খেলে আবার অম্বল হয়ে যেতে পারে। এটা মেয়েকেই দিও।"
ফুলিও দ্বিমত পোষণ করলো না। চারটে লুচি ঢাকা দিয়ে ফুলি মেয়েকে খাওয়ার জন্য ডাকতে গেল। বিপুল শুকনো পোড়া চ্যাপ্টা রুটি ছিঁড়তে গিয়ে ভাবে মেয়ের জীবন ফুলকো লুচির মতো হলেই সে খুশি। নিয়তি তো প্রথম থেকে তাকে পিষে চ্যাপ্টা রুটি বানিয়ে পৃথিবীর গামলাতে ফেলে দিয়েছে ...
0 Comments