কথা ছিল ~ প্রেমাংশু শ্রাবণের কবিতা


কথা ছিল 
প্রেমাংশু শ্রাবণ

কথা ছিল ঘোর বৃষ্টি হবে, 
মেঘের গা ঘেঁসে যতটুকু আলো থাকে
সেখানে জন্মাবে বুকের ইস্পিত রেণু 
রঙধনু তার নাম।

কথা ছিল এ বর্ষায় প্লাবন হবে 
যেটুকু জীর্ণ দুঃখ বুকের জমিনে অযুত ব্যথায় ঘা হয়ে জেগে আছে 
তার সবটুকু ধুয়ে যাবে 
যেটুকু পলি রয়ে যাবে নীরব একাকীত্বে
তাতে জন্ম নেবে সবুজ কলাই---কাঙ্ক্ষিত সুন্দর।

এমনও কথা ছিল
তুমি যদি সূর্যের কাছ থেকে রোদ এনে দিতে 
বর্ষার ক্রন্দন আর প্লাবণের ব্যথা
সৌম্য সকালে শিশিরের শোভা পেতো! 

হায়! কতো কথায় তো থাকে
ডোবা জলে ডুবে ডুবে সবটুকু তার উচ্ছিষ্ট পাটের কাটির মতো উদোম শুকায় 
একদিন অবিশ্বাসের কঠিন আগুনে 
হৃদয়ের উনুনে পুড়ে ছাই হয়ে যায়। 

কবি প্রেমাংশু শ্রাবণ 
যশোর, বাংলাদেশ





0 Comments