রেশ
গার্গী চৌধুরী
কখনো কি শুনেছো
জল ভরা মেঘেদের ভেঙে পড়ার উচ্ছ্বাস,
ফোঁটা ফোঁটা গান হয়ে ঝরে পড়া এক একটা রেশ?
মেঘেদের আলিঙ্গনে,মিলনে,ভাঙ্গনে
তোমার ভেজা মনটা যখন কুড়োনো স্মৃতিতে বিভোর,নতুন কুঁড়িরা নতুন আবেশে মত্ত।
বৃষ্টি একটা রেশ,নতুন,পুরোনোতে সিক্ত।
ছেলেরা যখন জল কেলির রেশে মত্ত,
কেউ তখন শরীর ভাঙ্গা
ক্লান্তিতে আরামে ঘুমন্ত ।
বৃষ্টি একটা গান,
ভাঙা টালি থেকে চুঁইয়ে পরা সিক্ত আবেশে
দুটো শরীর যখন উষ্ণতায় মেশে,
ঠিক তখনই তোমার বিলাসবহুল অট্টালিকায়
বৃষ্টি আসে একাকীত্বের বেশে।
0 Comments