শুভজিৎ দাসের কবিতা


কাল সিন্ধু 
শুভজিৎ দাস

"আর্সেনিকের আলো হেঁটে যায় 
উড়ে যায় দৃশ্যেরা ,
আয়নার নীচে দারিদ্র্য ধরা পড়ে 
উবে যায় ধোঁয়াটে কাব্য ,ফেয়ারনেস ক্রিমের উজ্জ্বল্য বাষ্পাকারে,
দৃশ্য পটভূমির পর্দায় নাচে পুতুলেরা 
রাঙা ফুলের সুবাসে ঢেকে দেয় বাসি হলুদ ফলের
উদ্ভাস ;
আমি- তুমি হাসি ছেলেখেলা - ছায়া খেলায় বাস্তুতন্ত্রের বিবর্তনকে নিয়ে,
অর্বাচীন মস্তিষ্কে ক্ষুধাকে আঁকি 
চেয়ে থাকি ,
পারদের শীতল স্পর্শ আবার ছোঁয় 
ছুঁতে থাকে 
সভ্যতার দৃঢ়শর্তের অধ্যায়ের আনাচে - কানাচে।। "

কবি শুভজিৎ দাস 
শেওড়াফুলি, হুগলি, পশ্চিমবঙ্গ 












0 Comments