দুটি কবিতায় ~ পীযূষ কান্তি সরকার


পীযূষ কান্তি সরকারের দুটি কবিতা 

গিলোটিন

প্রশ্রয়ের আতিশয্য বাড়িয়ে দিল
মধ্যরাতের তাঁবেদারি : 
অনায়াসভরে দিল অনৃত-ভাষণ --
'আমায় বলেছে আপনি একটা এস সি' !
একটা মিথ্যার মিথ সৃষ্টি করে
সীমাহীন অশ্রদ্ধার বাতাবরণ।

তবু প্রশ্ন তোলে না কেউ
কয়েকশত সুতীক্ষ্ণ শব্দবাণ
জিহ্বার তূণে মজুত থাকা সত্ত্বেও
শুধুমাত্র 'এস সি' কেন?
যার আর এক নাম সংরক্ষণের স্নিগ্ধ বাতাস !
আসল কথা
শ্রেণীসংগ্রাম মূল্যবোধ হারালেই
লকলক করে ওঠে অপসংস্কৃতির গিলোটিন।

আমি দাঁড়াতে চাই

আমার পায়ের পাতা থেঁতলে গেছে
মৃত্যু-শীতল চাকার তলায় --
টলমল করে আজ সময়ের ক্রাচ,
তবু মনের দুর্বার আকাঙ্ক্ষার জোরে
সকল ব্যর্থতা মুছে দিয়ে 
আমি দাঁড়াতে চাই।

তাই বুঝি অবগুণ্ঠন খুলে আকাশ পাঠায় নীলহাসি --
পূর্ণিমার চাঁদ অমাবস্যায় ডুব দিয়ে
ফিরে আসে পরের পূর্ণিমায়।
টর্ণেডো - সাইক্লোন ভয়ঙ্করবেগে ছুটে এসে
পরিণত হয় মৃদুমন্দ বাতাসে।
ঝরাপাতা ফিরে আসে কচিপাতা হয়ে
পাঠায় সবুজ-সংকেত,
ফটোসিন্থেসিস চলে
যতো কার্বন-ডাই-অক্সাইড
ফিরে আসে অক্সিজেন হয়ে।
পাপড়ি-ঝরার ব্যথায় ব্যাকুল গোলাপ --
সেও পাঠায় আশার সুবাস-নির্যাস।
রোদ্দুর-না-পাওয়া ঘাস বিবর্ণ হ'তে হ'তে
মাখিয়ে দেয় ময়শ্চারাইজিং লোশন।
শুধু তোমরা
যতো চামচিকের দল
উপহাস করে উপহার দিয়ে যাও
তোমাদের পবিত্র পদাঘাত।

কবি পীযূষ কান্তি সরকার
উত্তর ব্যাঁটরা, কদমতলা, হাওড়া



















1 Comments