তিনটি কবিতায় ~ সুজিত রেজ


সুজিত রেজের তিনটি কবিতা 

ভালোবাসায় এমনই হয় 

ভেতরে আছি--ভেতরে আছি--ভেতরে আছি--
বাইরে যাব-- বাইরে যাব--এখন নয়?
ভালোবাসায় এমনই হয় !

জেগেই আছি--জেগেই আছি--জেগেই আছি--
চোখের পাতা--চোখের পাতা--স্বপ্নময় 
ভালোবাসায় এমনই হয় !

কুয়াশা ছেঁড়া--কুয়াশা ছেঁড়া--কুয়াশা ছেঁড়া--
মৃদুমন্দ-মৃদুমন্দ বাতাস বয়,
ভালোবাসায় এমনই হয় !

শুধুই আলো--শুধুই আলো--শুধুই আলো--
অন্ধকার--অন্ধকার গভীর নয়,
ভালোবাসায় এমনই হয় !

এই যে আমি--এই যে আমি--এই যে আমি--
এখন থেকে--এখন থেকে--আমার নয়,
ভালোবাসায় এমনই হয় !

অবনী

অবনী ফেসবুকে আছ?
উত্তর এল, না। 
তবে তুমি কোথায়?
ইলেকট্রিক চুল্লিতে।

নিমতলা শ্মশানে গেলাম। মশানের সিংহদুয়ারে ডোম দাঁড়িয়ে। একটা পোড়া বিড়ি দিয়ে কান খুঁটছিলেন।

অবনী কোথায় বলার আগেই তিনি একমুঠো ছাই আমার হাতে দিলেন।

অবনী তাহলে সত্যিই মরে গেছে!

হ্যাঁ। মরে গেছে। পুড়ে গেছে। ল্যাঠা চুকে গেছে।

কী নাম আপনার?
শক্তি চাটুজ্যে।
এ কথা বলে তিনি গঙ্গার ঘাটে নেমে গেলেন।

প্রলাপ

এতদিন চাপে ছিলাম।
হয়ত খাপেও ছিলাম---শীতঘুমে
অন্তরীক্ষে---ব্যোমে,
খাপছাড়া তলোয়ার হতে চেয়েও ঝিন্দের 
                       বন্দি অথচ তাসের গোলাম।

এখন আমি মন দি ---মন্দির
---মসজিদ---গির্জায়
চণ্ডীমণ্ডপের পোড়ো আটচালায়।

কলপচুলে ধুলো-বালি-মাকড়সার জাল
সিঁদুর -বাতাসা- গন্ধ আতরগোলাপ
আর মনোলোগ---এক বোতল যন্ত্রণাগোলা 
                               ছেনেল প্রলাপ।

কবি সুজিত রেজ
                        চুঁচুড়া, হুগলি, পশ্চিমবঙ্গ
























0 Comments