তনিমা সাহার অণুগল্প
হোঁচট
"ওওওও মা গোওও"...
বৃষ্টি হওয়ায় উঠোনটা পিচ্ছিল হয়ে আছে। তাড়াতাড়ি বেরোতে গিয়ে সুমির জুতো কাদায় আটকে উঠোনের ধারের দেওয়ালে গিয়ে ধাক্কা লাগে।
সুমি সদ্য হোঁচট খাওয়া ডানপায়ের বুড়ো আঙ্গুলটাকে চেপে ধরে বসে পরলো। সেখানে নখের চারপাশে কালো হয়ে ফুলে উঠেছে। সে দেয়ালটা ধরে ওঠার চেষ্টা করল। কোনমতে দাঁড়াতে গিয়ে যন্ত্রণায় কঁকিয়ে উঠল সুমি। ওই চোট খাওয়া আঙ্গুল নিয়ে একপা হাঁটতে ব্যথায় সুমির প্রাণ বেরিয়ে যাচ্ছে।
দাঁতে দাঁত চেপে সুমি বাড়ি থেকে বের হয়। আজ প্রায় একবছরের চেষ্টার পর চাকরির জন্য ইন্টারভিউয়ের কলটা এসেছে। এই একবছরে বহুবার বহুরকম হোঁচট খেয়েছে সুমি। অর্থাভাবে আপনজন কিভাবে ধাক্কা দিয়ে হোঁচট দেয় সেটাও জানা আছে তার। তাই হোঁচটের যন্ত্রণা সে ঠিক হজম করে নেবে। কারণ লড়াইটা যে এখনো বাকি। অনেক হোঁচটের জবাব তাকে দিতে হবে।
লেখিকা তনিমা সাহা
নারায়ণপুর, কোলকাতা, পশ্চিমবঙ্গ
0 Comments