ছত্রছায়া ~ পার্থ প্রতিম পালের কবিতা


ছত্রছায়া 
পার্থ প্রতিম পাল 

গভীরে রেখেছিলাম নদী আর একটা বৃক্ষ।বরফগলা জল আর শিরশিরে হাওয়ায় একটা রোমাঞ্চ অনুভব করেছিলাম।নদীটা গতিপথ পরিবর্তন করে নিয়েছে।বৃক্ষটা কাঠ কয়লার মত শরীর নিয়ে দাঁড়িয়ে আছে।
দলবদল রংবদল কোনো কিছুই ভালো নয়;তার চেয়ে মৃত একটা বৃক্ষের তলায় শুয়ে থাকা ঢের ভালো।
প্রাণ না থাকলেও ছায়া আছে।

নদীতো ভাঙ্গা গড়ার মাস্টার 
বৃক্ষ মাটি কামড়ে থাকে।

 কবি পার্থ প্রতিম পাল 
শিলিগুড়ি, শিবমন্দির, রবীন্দ্রসরণি

























0 Comments