জীবাশ্ম ~ রঞ্জন চক্রবর্ত্তী'র কবিতা


জীবাশ্ম 
রঞ্জন চক্রবর্ত্তী

অনামী কিশোর এক ঘুমিয়ে আছে পাহাড়ের কোলে
ভোরেই বেরিয়েছিল ফিরতে রাত হবে বলে,
কুয়াশার চাদরটা ভাল করে জড়িয়ে নিয়ে গায়ে
কাকভোরে হেঁটেছিল একা একা অতি দ্রুত পায়ে,
মাথায় চিন্তার বোঝা চোখের তলায় তার কালি
তোর্সা নদীর পাড়ে জীবনের প্রাচীন পাঁচালি,
দূর এক গ্রামে নাকি পাওয়া গেছে জীবাশ্ম প্রাচীন
নৃতত্ত্বের জাদুঘরে সেই গবেষণা রাতদিন।

ভরা পূর্ণিমার রাতে মৃতপ্রায় ছায়াগুলি হাসে
অথবা ছায়ার জীবাশ্ম বুড়ি তোর্সার জলে ভাসে,
খাবরটা বেরিয়েছে কাগজের তৃতীয় পাতায়
কিশোর ঘুমিয়ে আছে পাহাড়ি ফুলের বিছানায়।

কবি রঞ্জন চক্রবর্ত্তী
বরানগর, কলকাতা, পশ্চিমবঙ্গ 




1 Comments