কোন গ্ৰহ থেকে ~ মৃত্যুঞ্জয় হালদারের কবিতা


কোন গ্রহ থেকে 
মৃত্যুঞ্জয় হালদার

কোন গ্রহ থেকে ছুটে আসে সে
ততোধিক ধিক্কারে করে অভিবাদন
মনেপ্রাণে দুঃখের বুদবুদ ভাসে                               
প্রলয়ীপ্রেম করি আস্বাদন।

কোন কামনায় কানাগলি খুঁজি
হেরে জেতা জীবনের আনকোরা খাতা
বিদ্রুপ বর্ণের বর্ণমালা বুঝি
ছিঁড়ে যাক উড়ে যাক বিবর্ণ পাতা।

কোন মোহে মুছে যায় সেই প্রতিশ্রুতি
সংসার সাগরে আলোড়ন যত
যদি ফেরে নিরালায় একাকি নিশুতি
নাম স্বরে করোজোড়ে হব নিয়োজিত।

কবি মৃত্যুঞ্জয় হালদার
                    গড়িয়া, কলকাতা, পশ্চিমবঙ্গ 



0 Comments