নির্জন ~ উত্তম দেবনাথের কবিতা


নির্জন 
উত্তম দেবনাথ 

বন্য দুটো পাখি খুলে হৃদ-আঁখি ছিল মুখোমুখি
নিভৃত গভীর অরন্যের শুনে নিবিড় ডাকাডাকি।
সবুজ ঘাসের দেশ অভিসার নেশায় আনমনে,
হঠাৎ শুকনো পাতার শব্দ, সব যেন শব নিস্তব্ধ।

লজ্জাবতী একান্ত গোপনে মেলে ধরেছিল নিজেকে
প্রজাপতি এসে চুমু খেয়ে কানে কানে বলে গেল
নীরবে সব কথা বলা গেলো না গো এক অদ্ভূত ভয়ে।

গভীর বনে দুটো পাখির সুমধুর সুর ভেসে এলো যেন
পৃথিবীর সব সঙ্গীত ঝংকার লেগে আছে মায়াবী সুরে।

এবার নির্জনতা ভেদ করে এলো গুলির শব্দ---

কবি উত্তম দেবনাথ 
মধ্য কামাখ্যাগুড়ি, আলিপুরদুয়ার, পশ্চিমবঙ্গ 




0 Comments