সমাধি
পিঙ্কি ঘোষ
তোমার ইচ্ছের মহা মিছিলে
ভাসিয়ে নিয়ে চলেছো আমায়।
আমিও দ্বিধাহীন অনুগামিনীর
মতো তোমায় অনুসরণ করেছি।
হঠাৎ পিছনে ফিরে দেখি-
শত সহস্র সমাধি।
প্রশ্ন করি, কাদের সমাধি?
তুমি নীরব, কেবলই সামনে
চলার মত্ত উন্মাদনা তোমার।
চেয়ে দেখি, প্রতিটা সমাধি
আমারই মৃত ইচ্ছের।
তোমার ইচ্ছের স্রোতে ভেসে,
তোমার ইচ্ছেদের কাছে
মৃত্যু হয়েছে আমার ইচ্ছেদের।
হত্যা করেছি আমার আধফোটা ইচ্ছে।
সমাধি ক্ষেত্রের মাঝে দেখি-
আমার ইচ্ছেদের মৃত্যু দৃশ্য,
মৃত ইচ্ছেদের চোখের জল॥
1 Comments
বেশ
উত্তরমুছুন