কল্পনা ~ সৌমিত্র চট্টোপাধ্যায়ের কবিতা


কল্পনা 
সৌমিত্র চট্টোপাধ্যায়

ছুঁয়ে আছি লুব্ধক, কষ্টিপাথর 
আনন্দ দুঃখশোকে ক্ষয় নেই যার
শুধু অখন্ডতা

দু'চোখের গ্রহতারা থেকে নীলাভ শঙ্খধ্বনি
অদূরে অপেক্ষমান আমারই দুয়ারে 
মৃত পালকের উৎসর্গে পীতবাস সূর্যের ভাসান

এসেছিলাম খুঁজে নিতে অসম্ভবের রীতিনীতি 
দিনের মত ফুরিয়ে এসেছে দৃষ্টি
নিয়েছি তরলের আকার

কাশফুলের রোঁয়ার মত হাওয়ায় উড়ে উড়ে 
অন্তর্জাত জানালাগুলো খুলেছে নাকি ভেবে দেখা

মনের মধ্যে বিক্ষুব্ধ রচনার ঠাঁই
মাঝে মাঝে উঠে আসে বুকের ভিতর সম্পৃক্ত
জমা ভাবনার ফাঁপানো ঢেউ

থাকবেনা কল্পনা
দু'হাত মেলে তাই নিজেকে 
তেপান্তরে উড়িয়ে নিয়ে যাই...

কবি সৌমিত্র চ্যাটার্জী
শংকরপুর, পশ্চিম বর্ধমান, পশ্চিমবঙ্গ


















0 Comments