বন্দর-বিষয়ক ~ অভীক মুখার্জ্জী'র কবিতা


বন্দর-বিষয়ক
অভীক মুখার্জ্জী

বন্দর জুড়ে কান্নার ফুল ফোটে
বাতাসের স্বাদ সামুদ্রিক ও নোনা
নিখোঁজ নাবিক সময়ের পথে হাঁটে
ফেরার জাহাজ রাস্তা চেনে না। 
নোঙর শুধু মৃতদেহেই মানায়
আমরা আবার মেঘ ভেঙে পথ হাঁটি
বন্দর ধূসর শূন্যতা শুধু শানায়
আমরা কেবল সমুদ্র-উৎসবে মাতি। 

কবি অভীক মুখার্জ্জী
                 আড়িয়াদহ, কলকাতা, পশ্চিমবঙ্গ






0 Comments