বদ্রীনাথ পালের কবিতা


সেদিনগুলি

কিশোর বেলার সেদিন গুলি আজও মনে পড়ে,
দল বেঁধে সব আম কুড়োনো কালবোশেখী ঝড়ে।
স্কুল পালিয়ে খুঁজতে যাওয়া কোথায় পাখির ছানা-
রোজ সকালে পায়রা ডেকে ছড়িয়ে দেওয়া দানা।

মনে পড়ে হেড টিচারের লুকিয়ে দিতাম জুতো--
ভীষণ মজা পেতাম, যখন ফলটা পেতো 'ভুতো' !
স্কুলের পথে আসতে যেতে ঢিল ছুঁড়ে বেল পাড়া-
ভয় ছিল না, দত্ত বুড়ো করুক যতই তাড়া।

রোজ বিকেলে পাড়ার মাঠে গোল্লাছুটের খেলা--
ভুলেই যেতাম, কখন যেন ফুরিয়ে যেতো বেলা।
নামলে আঁধার আদুল গায়ে যেই ফিরতাম ঘরে--
মা-র বকুনি ! সে তো বাঁধা ছিল-ই নিয়ম করে !

লম্প জ্বেলে অঙ্ক কষা হতো ঘুমের ঘোরে--
ভুলে ভরা সেই খাতাটি ভুলবো কেমন করে !
অনেক পাওয়া ভালোবাসার রঙিন কিশোর বেলা--
তাইতো আজো আমার মনে সমান করে খেলা।

কবি বদ্রীনাথ পাল
বাবিরডি, গৌরাঙ্গডি, পুরুলিয়া
































0 Comments