বিকাশ পণ্ডিতের ছড়া


প্রশ্ন

আচ্ছা মাগো, আমরা কেন এতো কষ্টে বাঁচি;
আধাপেটা, সিকিপেটা খেয়েই কেন থাকি? 
দেখে এসো ঘোষের বাড়ি হেলাঢেলা  ভাত;
আজকে দীঘা, কালকে পুরী কিংবা বেড়ায় টাকি। 

বোশেখ মাসে কুঁড়েঘরের খড় গিয়েছে উড়ে;
আষাঢ় এলে থাকব কেমন ভাবছি দিবানিশি। 
ওরা থাকে অট্টালিকায় চকমেলানো  বাড়ি;
ঝাড়বাতিটা ঘোষকর্তা এনেছে ভিন দিশি। 

আমার জামা ফেঁসেই গেছে, তোমার শাড়ি ছেঁড়া;
জুতো মোদের বিলাসিতা তাইতো হয় না পরা। 
অনেক শাড়ি ওদের আছে, রঙচঙে সব জামা;
ওদের ঘরে বৌ-মেয়েদের সোনার গয়না ভরা। 

উদয় -অস্ত খেটেই মরি ,ভাত মেলে না কেন? 
সুখটা কি মা দূর আকাশে রূপোর চাঁদের ফালি!
থাকবে কারো বাড়ি-গাড়ি ,টাকা কাঁড়ি কাঁড়ি;
গরীব যারা কাঁদবে তারা,পেট থাকবে খালি? 

ছড়াকার বিকাশ পণ্ডিত
জিনন্দপুর, বলাগেড়িয়া, পূর্ব মেদিনীপুর












0 Comments